ঈদুল আজহার দিনে বন্যার্ত মানুষের মাঝে কোরবানির মাংস এবং উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর 🌸হোসেন।
রোববার সুনামগঞ্জ সদর উপজেলার আমবাড়ী, সৈয়দপুরসহ আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী এবং বন্যার্ত মানুষের🌱 মাঝে বাড়ি বাড়ি গিয়ে কোরবানির মাংস ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, পেয়াজ, মাংসের মশলা, সেমাই, চিনি ও গুড়া দুধ।
ডিসি মো. জাহাঙ্গীর হোসেন এসময় বন্যার্ত মানুষের🅘 সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্ব🀅িক খোঁজখবর নেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, “সবার মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতেই ঈদের দিন চেষ্টা করেছি সবার কাছে প্রয়োজনীয় কিছু খাদ্য পৌঁছে দিতে, যাতে ত🔯ারাও ঈদের দিন ভালো খাবার খেতে পারে।”