মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় জামিন পেয়েছেন মানিক পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজ🃏া।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন ন൩ূর তাকে জাম🌞িন দেন।
এর আগে বুধবার (২৫ মে) দুপুরে উপজেলা মাসিক সমন্বয় সভায় মানিকগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে আব্দুল জলিল ও আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পড় মারার🅺 ঘটনা𓆉 ঘটে।
এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে বুধবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই🥃 মামলায় পুলিশ আব্দুর রাজ্জাককে গ্রেꦦপ্তার করে।
♎রাজাকে গ্রেপ্তারের পরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মী ও স্থানীয় লোকজন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়🎶ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন।