মেহেরপুরের আদালতে মাবুদ নামের এক আসামির কি🧸ল-ঘুষির🦩 আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোবব🔴ার (২৯ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল ম🔯াবুদকে আটক করা হয়েছে। এক মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিন🦂ি। মাবুদ গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দে🌳ওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলꦡা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যায়। মামলায় বাদি পক্ষের কয়েকজন স্বাক্ষ্য দিতে যায়। তাদেরকে উচ্চস্বরে হুমকি দেয় মাবুদ।
এক পর্যায়ে মাবুদ উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দꦯুই পুলিশ সদস্য তাকে নিবৃত করার চেষ্টা করে। এতে মাবুদ তাদের ওপর আক্রমণ করে। উপর্যুপরি কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করে মাবুদ। এসময় পুলিশ তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে মামলা দায়ের করা হবে।