গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার প🔯র আবার 𒀰উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে কারখানায় সার উৎপাদন প্রক্রিয়া শুরু হয়🎃। এর আগে⛦ ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়।
কারখানা সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দিতে ১৯৯০ সালে প্রღতিষ্ঠিত হয় দেশেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। ১৭০০ মেট্রিকটন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারি এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়।
চাহিদার তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি যমুনা সা꧟র কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ൩ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কা♓রখানার যন্ত্রাংশ সচল করে বৃহস্পতিবার রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।