খাগড়াছড়ির দীঘিনালা🤡 উপজেলার কবাখালীর মুসলিꦡমপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ไসেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের ছেলে ফারহান হোসেন বয়স (২.৫) ও একই পরিবারের মোহাম্মদ নুর আলমের মেয়ে নুসরাত আক্তার (২)। তꦡারা চাচাতো ভাইবোন।
এ বিষয়ে কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, “পানিতে পড়ে 🌺দুই শিশু ম🍌ৃত্যুর সংবাদ পেয়েছি।”
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি &nb༒sp;বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রমেশ চাকমা বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটি হাসপাতালে পৌছানোর আগেই মারা যায়।”