• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পথেই প্রাণহানি, দুর্গোৎসবে যাওয়া হলো না তাদের


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৮:৪৫ পিএম
পথেই প্রাণহানি, দুর্গোৎসবে যাওয়া হলো না তাদের

﷽হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে🐼ন আরও চারজন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২ ꦓঅক্টোবর) সকালে মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘট𒐪না ঘটে।

নিহতরা হলেন, সুমন গোস্বামী (৩০) ও মোহন বনিক (২৫)। তাদের মধ্যে নিহত সুমন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ🥂্ঠাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম ধর্মযাজক দেববཧ্রত গোস্বামীর ভাতিজা ও স্বপন গোস্বামীর ছেলে এবং নিহত মোহন মাধবপুর বাজারের গৌরাঙ্গ বনিকের ছেলে।

জানা যায়, আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাযো🦂গে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতের আগরতলায় যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল। তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাস💃ড়কের মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন।

এদিকে সু✱মন গোস্বামীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমেꦬ এসেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জꦍানান, দুজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!