টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার💮 নাঙ্গলকোট উপজেলার সব গ্র💞াম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার প্রায় ৫ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। পানি আরও বাড়লে আর কিছুই করার থাকবে না।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলার 💞নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।
সুরাইয়া আক্তার লাকী বলেন, “উপজেলার শতভাগ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৫ লাখ মানুষ। পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ইতোমধ্যে উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছ𓃲ে। দুর্গতদের তালিকা করা হচ্ছে। তালিকা শেষে ত্রাণ সহায়তা দেওয়া হবে।”
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান ♋মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আশাব্যঞ্জক কোনো খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল। গতকাল রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। পানি বাড়লে আর কিছুই করার থাকবে না।”
পাউবো সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় গোমতীর পানি সদর অংশে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।