• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসবুক লাইভে এসে প্রাণ দিলেন সেই মীম


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৯:১১ এএম
ফেসবুক লাইভে এসে প্রাণ দিলেন সেই মীম

বোর্ডারসহ বিভিন্নজনের কাছ থেকে ৩০ লাখ ট🍷াকা ধার নিয়ে পালিয়ে যাওয়া সেই মেস পরিচালক আফসানা মীম মারা গেছেন। ফেসবুক লাইভে বিষপান করার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।🌊 সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আফসানা মীম মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মামুন মোল্লার মেয়ে। শহরের ঝিলটুলীতে একটি বহুতল ভবনের একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে মেস পরিচালনা করতেন তিনি। গত বুধবার ভোরে তিনি কাউকে কিছু না বলে✱ মালামাল নিয়ে আত্মগোপনে চলে যান।

জানা যায়, মীম অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ﷽প্রচুর টা𒆙কা ঋণী হয়ে পড়েন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাওনাদারেরা মামলাও করেন।

এরইমধ্যে শনিবার চট্টগ্রামের কোনো এক বন্ধুর বাসায় থাকা অবস্থায় তার স্বামী মোহাম্মদ সাব্বিরের ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে আসেন। দেড় ঘণ্টা ধরে তিনি একটি লাইভে নিজের করুণ পরিণতির নানা কারণ তুলে ধরেন। এ সময় তার কাছে কেউ টাকা পাবে না জানিয়ে তিনি কয়েকজনের নামোল্𒐪লেখ করে তাদের কারণেই এই পরিণতি বলে জানান।

মীম একহাতে বিষে♉র বোতল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ব্যবসাটা বড় হয়ে গেছে দেখে ওদের নজরে পড়ে গেছে। আজ ওরা আমাকে শেষ করে দিছে।”

বেশ কয়েকজনকে তার এই নির্মম পরিণতির জন্য দায়ী করে লাইভ ভিডিওতে থেকেই ব♛িষপান করেন তিনি। এরপর অসুস্থ অবস্থায় তাকে হাসꦇপাতালে ভর্তি করা হয়। রোববার (২৭ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউজ্জামান বাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বাদ মাগরিব মীমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করার কথা। 
 

Link copied!