সিলেট নগরীতে ‘নারী সেজে থাকা’ তুষার মিয়া (২০) নামে এক যুবকের 🅠লাশ উদ্ধার করা হয়েছে। তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে। তিনি সিলেট নগরীর খাসদবির সাজু মিয়ার বাসায় ভাড়াটিয়া ছিলেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর সুবহানীঘাট সবজিবাজার সংলগ্ন বনফুল অ্যান্ড কোম্পানির পাশে খালি জায়গা থেকে ꦫতার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে ব♏লে জানিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, “তুষার হিজড়👍া নয়। কিন্তু সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করত। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েকজন হিজড়া তাকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে তার লাশ উদ্ধার করা হয়।”
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, “নিহত তুষার নারীর ছদ্ম নিয়ে হিজড়ার রূ♔প ধরে থাকতেন। তিনি হিজড়াদের সঙ্গে চলাফেরাও করতেন।”
মো. আলী মাহমুদ জানান, এ ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে দুই-তিন𒊎জনকে সন্দেহের তালিকায় রেখে কাজ করছে পুলিশ।