রাঙ্গামাটির লংগদু উপজেলা জালিয়া📖 পাড়া গ্রাম থেকে বৃষ্টি আক্তার নামের এক অন্তঃসত্ত্🐼বার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দিয়♏ে আত্মহত্যা করে বলে ౠজানা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টিকে ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ🌳ত ঘোষণা করেন।
লংগদু সদর হাসপাতালের মেডিকের অফিসার ডা. আফজাল হোসেন জানান, বৃষ্টিকে হাসপাতালে আনা হয়েছিল এবং তার গলায় একটি দাগ রয়েছে। পরে পুল﷽িশ🐬 এসে লাশ নিয়ে গেছে।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর আলম বলেন, “তদন্তের রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।”