• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নরসিংদীতে জেল পলাতক এক জঙ্গির আত্মসমর্পণ


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৮:২০ এএম
নরসিংদীতে জেল পলাতক এক জঙ্গির আত্মসমর্পণ

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গি নূরুল আলমসহ আরও ৩৭ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে জেল পলাতক ৮২৬ কয়েদির মধ্যে ♈৫৭৫ জন আত্মসমর্পণ করেছে। 

ꦇসোমবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে নূরুল আলমসহ অন্য কয়েদিরা আত্মসমর্পণ করে।

এ তথ্যের সত্যতাꦗ নিশ্চি♔ত করেছেন নরসিংদীর আদালত পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।

জঙ্গি নুরুল আলম আনসার ༺উল্লাহ বাংলা টিমের সদস্য এবং পিরোজপুরের মঠবাড়ি🍬য়ার ইউসুফ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে পালানো জঙ্গি নূরুল আলম নরসিংদী আদালতে আত্মসমর্পণের জন্য আসেন।๊ আইনজীবীর মাধ্যমে আবেদন করলে তাকে 🐠চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জঙ্গি নুরুল আলম গ্রেপ্তার হওয়ার পর থ🐟েকে জেল হাজতে ছ🌱িলেন। এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে পাঁচজন আইনের আওতায় এলেন।

গ🌳ত ১৯ জুলাই শুক্রবার বিকেলে কোটা আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগেরর ঘটনা ঘটে। এসময় জেল সুপ🎃ারসহ সংশ্লিষ্টদের জিম্মি করে হামলাকারীরা কারাগারের বিভিন্ন সেল খুলে দিলে পালিয়ে যায় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি।

এ সময় কারাগারের অস্ত্রাগার থেকে ৮৫টি অস্ত্র ও প্রায় ৮ হাজার গুলি লুট করা হয়। এখন ᩚᩚᩚᩚᩚᩚ⁤ꦕ⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚপর্যন্ত লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪৯টি উদ্ধার করেছে পুলিশ।

জেল পলাতক ৯ জঙ্গির মধ্যে এরই মধ্যে💖 সিটিটিসির হাতে খাদিজা পারভী♕ন ওরফে মেঘলা ও ইসরাত জাহান ওরফে মৌ ওরফে মৌসুমী, র‍্যাবের হাতে ফারুক আহম্মেদ এবং নরসিংদী জেলা পুলিশের হাতে জুয়েল ভূঁইয়া গ্রেপ্তার হয়। এখনও পলাতক হিজবুল্লাহ মিয়া, আবদুল্লাহ কামরুল, মো. মহিউদ্দীন ও আবদুল আলীম নামের ৪ জঙ্গি সদস্য। এই চারজনও আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!