সিঁড়িতে জুতা রেখে খালি পায়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। তবে শিক্ষকদের বেলায় নিয়ম ভিন্ন। এমনই অবস্থা দেখা গেছে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর✨ ইউনিয়নের ‘কার🔴্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বাইরের সিঁড়িতে জুতা খুলে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হয়। বিদ্যালয়ের ভেতর চলাফেরা এবং টয়লেটেও যেতে হয় খালি পায়ে।🍌 অপর দিকে শিক্ষকরা জুতা পরেই বিদ্যালয়ে চলাফেরা করেন। গত এক বছর ধরে চলছে শিক্ষক-শিক্ষার্থীদের এই ভিন্ন নিয়ম।
আব্দুর রহিম, করিম হোসেন ও আমজাদ 💝নামের তিন অভিভাবক জানান, বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা যে নিয়ম চলছে এটা খুবই দুঃখজনক ও অশোভনীয়। প্রধান শিক্ষককে বেশ কয়েকবার 💧বলার পরেও কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেই যাচ্ছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল নবী বলেন, “শিক্ষার্থীরা পায়ে জুতা পরে শ্রেণিকক্ষে এলে কক্ষগ🍒ুলো নোংরা হয়। বিদ্যালয় অপরিষ্কার হলে তা পরিষ্কার করা খুব কঠিন। এছাড়া বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে এ নিয়ম করেছি।”
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ মো. সিদ্দিক রেজা জানান, শিক্ষকরা জুতা পায়ে চলবে আর শিক্ষার্থীরা খালি পায়ে এটা খুব দুঃখজনক। বিষয়টি তদন꧙্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।