সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশ♍াক কারখানা শ্রমিক༒েরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে জেনারেশন নেক্সট নামে𝐆র পোশাক কা🃏রখানা শ্রমিকরা বাইপাইল গোলচত্ত্বর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
বিক্ষোভের কারণে সকাল থেকেই ন꧟বীগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর মহꦐাসড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের।
এ প্রতিবেদন লেখা💯 পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অ꧒বরোধ করে রেখেছেন।
শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে কারখাౠনা বন্ধ করে রেখেছে। পরে বিজিএমইএ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য ১৭বার সময় নেওয়া হয়। কিন্তু ১৭বার সময় নিয়েও বেতন পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকরা বাধ্য হ𝐆য়ে রাস্তায় নেমেছে। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে বলেও জানান শ্রমিকরা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ আইয়ুব আলী বল♊েন, “সকাল থেকে শ্রমিকরা পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তবে শ্রমিকদের সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এখনো সড়ক অবরোধ করে রেখেছেন তারা।”