নিখোঁজের পাঁচ দিন পর 🍸শেরপুরের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকার বালুরচর থেকে এরশাদ আলী (৫৯) নামের এক কবিরাজের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার 🥂(২১ অক্টোবর) দুপুরে সদর থানার পুলিশ বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধা💧র করে।
নিহত এরশাদ কবিরাজ🔯 শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত⛦ আব্দুল হাকিমের ছেলে।
পুল🌃িশ ও নিহতের স্বজনরা জানান, এরশাদ আলী কবিরাজ গত ১৭ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে যাননি। পরে সোমবার তার𝓰 মরদেহ পাওয়া যায় ব্রাহ্মপুত্র নদের পাড়ে।
স্বজনদের অভিযোগ, জমিজমা নিয়ে প্রতিবেশীদ🌱ের সঙ্গে বিরোধের জেরে তাকে খুন হতে পারে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকরℱ্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ মাঠে নেমেছে।