• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাভার-আশুলিয়া সড়কে স্বস্তি, কমেছে যানবাহনের চাপ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ১০:৩৪ এএম
সাভার-আশুলিয়া সড়কে স্বস্তি, কমেছে যানবাহনের চাপ

ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ𝔉 সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।

শনি🔯বার (১৫ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী, কবিরপুর এবং ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার ঘুরে সড়কে স্বস্তির চিত্র দেখা যায়।

ওয়েলকꦓাম বাসের যাত্রী আব্দুল্লা বলেন, “আমি গুলিস্থা🌳ন থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়েছি। তবে সড়কে কোথাও র্দীঘ সময় যানজটে বসে থাকতে হয়নি।”

 ভোগান্তি ছাড়াই নবীনগর পর্যন্ত এসেছি বলে জানꦦﷺান তিনি।

অন্যদিকে নাবিল বাসর যাত্রী পপি আক্তার বলেন, “গাﷺবতলী থেকে বাইপাইল পর্যন্ত এসেছি। যাত্𒈔রী উঠানো ছাড়া কোথাও বসে থাকতে হয়নি।”

অপরদিকে ঠিকানা বাসের চালক আরিফ হোসেন বলেন, “ꦕগতকাল রাতে অনেক যানজট ছিল। আমি যাত্রী নিয়ে চন্দ্রা পৌঁছাতে প্রায় ৪ ঘণ্টার বেশি সময় লেগেছিল। তবে সকালে কোথাও যানজটে পড়তে হয়নি।”

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী বলেন, “রাতে যাত্রীদের কিছুটা ভﷺোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ভোর থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই।” 

এছা🅺ড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ য൩ানজট নিরসনে তৎপর রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!