সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজিবুর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছ𒉰েন। এসময় আরও তিনজনকে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার রাজ﷽ালাক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর মানিকগঞ্জ জেলার উথুলি থানার ধূসরগ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় 🤪বসবাস করতেন।
অপরদিকে আটকর🌟া হলেন, সাভার পৌর এলাকার ব্যাং💫ক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫) ও শিপন (১৫) এবং পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহ চারজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এস🎐ময় অপর তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত ☂কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, “গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনক🌜ে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”