গোপালগঞ্জ সদরে ঢাকা-খুলনা মহাসড়কে পিয়াজবাহী ট্রাকের চাপায় নুরুল ইসলাম শিকদার (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়𝐆েছেন। এসময় মোটরসাইকেলে থাকা ওপর আরোহী বাবু মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে♋র বেদ🦩গ্রাম বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শিকদার উপজেলার সোনাকড় গ্রামের রিজু শিকদারের ছেলে।ꦿ আহত বাবু মণ্☂ডল রাজবাড়ী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা পিয়াজবাহী ১০ চাকার ট্রাক ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চাল🔴ক ঘটনাস্থলেই মারা যান। ওপর আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলে ꦉট্রাকটি আটক করা হয়।
ভাটিয়াপাড়া 🌺হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই রোমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে উদ♌্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।