• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:৪৬ পিএম
তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজ𝓡তেমায় অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজে ইমামতি করেন তাবলীগ জামায়াতের দিল্লি মারকাযের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুꦆরꦍ ১টা ৫৮ মিনিটে নামাজ শেষ হয়।

১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে আশ💙পাশের সড়ক, ফুটপাতসহ যে যেখানে জায়গা পেয়েছেন জায়নামাজ বিছিয়ে দেন। লাখো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করতে পেরে আল্লাহর শুকরিয়া প্রকাশ করেন ধর্মপ্রাণরা।

༺নামাজ শেষে মুসলিমౠ উম্মাহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এতে অংশ নেন বিশ্বের ৫০টি দেশের মেহমানসহ লাখো মুসলিম দোয়া কবুলের আর্জিতে ঊর্ধাকাশে দুই হাত তুলে কান্নাজড়িত কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাগ পাড়।

ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবছর ইজতেমার দ্বিতীয়♉ পরඣ্ব। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামের সুমহান বানীর শিক্ষায় জীবন বদলে দেয়ার প্রত্যয় নিয়ে তুরাগ তীরে অংশ নেন লাখো মুসল্লি।

এর আগে ২-৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। দ্বিতীয় পর্বে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে👍 শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

Link copied!