লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতু💃ল মুজাহিদীন বাꩵংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে নাশকতা ও অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী অপর এক মামলায় ওই তিনজনসহ চারজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মিজানুর রহꦇমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লালমনিরহাটের প🔯াটগ্রাম উপজেলার সাংটেপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, সাহেবডাঙ্গার গ্রামের লুৎফুর রহমানের ছেলে আপেল মিস্তি ও কালীগঞ্জ উপজেলার মদাতীর হাফিজুর র♒হমানের ছেলে মোখলেছুর রহমান।
১৪ বছর কারাদণ্ডপ্রাপﷺ্ত আসামি হলেন পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকার মজিবর রহমানের ছে✱লে তফিজুল ইসলাম।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট রাতে জেএমবি সদস্যরা পাটগ্রামের এমএম প্লাজা মার্কেটের সঙ্গে একটি ফার্নিচার দোকানে তারা বৈঠক করেন। ওই সময় সেখানে রংপুর র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চারজন আটক হন। তাদের দেহ তল্লাশি করে ফজলে রাব্বির কাছ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এ ছাড়া এই তিনজনসহ 🐟আরও একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারায় আরেকটি মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা দায়রা জজ আদালতের (পিপি) আকমল হোসেনౠ আহমেদ বলেন, তারা মূলত সরকারকে উৎখাত করতে বিভিন্ন নাশকতার জন্য বৈঠক করছিল। এসব বিষয় সত্যতা পেয়ে তাদের তিনজনকে যাবজ্জীবন ও একজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।