পঞ্চগড়ে খেলতে গিয়ে পুকুর🃏ের পানিতে ডুবে꧙ মাহাফিজুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার🍌 (৩ সেপ্টেম্বর) দܫুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,ꦑ নিহত শিশু মাহাফিজুর একই এলাকার রহিদুল ইসলাম꧂ের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মাহাফুজুর দুপুরে বাড়ির পার্শ্বে উঠানে খেলা করছিল। এক সময় বাড়ির সবার অজান্তেಌ পাশে থাকা পুকুরে পড়ে যায়। বেশ কিছুসময় পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদ𒈔া থানার ভা𝓡রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।