মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইশরাত জাহ꧒ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছ🤡ে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের উত্তর বড়ডহর এলাকাꦫয় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশরাত জাহা উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্ꦉরামের দুদু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুদু মিয়া স্ত্রী-সন্তানকে নඣিয়ে বড়লেখা উপজেলার শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় দুদু মিয়া, তাঁর স্ত্রী সামিয়া বেগম, অটোরিকশার চালক হোসেন আহমদ, মোট𒐪রস🌊াইকেলের চালক ইদ্রিস আলী ও আরোহী আল আমিন আহত হন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, অটোরিকশা উ🐻ল্টে শিশু ইশরাতের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।