আও𒉰য়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে দিয়ে নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আবু হুরাইরা (খালিদ) নামের এক যুবকক🥂ে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার ম🅘ো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
হুরাইরা নাটোরের সিংড়া উপজেলার বা🐎লুয়া বাসুয়া এলাকার জিয়াদুল꧅ ইসলামের ছেলে।
পুলিশ সুপার জানান, আবু হুরাইরা একজন পেশাদার প্রতারক। তিনি নিজেকে আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে দলীয় এমপি-মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলতেন। এরই ধারাবাহিকতায় নিজেকে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এপিএস পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রতা𒉰রণা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহাꦺয়তায় রোববার (১৯ মে) রাতে বগুড়ার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জামালপুর সদর থানা পুলিশ।
হুরায়রা একসময় বাংলাদেশ বেতারের রেডিও টেকন🔯িশিয়ান পদে চাকরি করতেন জানিয়ে কামরুজ্জামান বলেন, প্রতারণার জন্য তার চাকরি চলে যায়। তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।