মাদারীপুরের ডাসারে আব্দুল কুদ্দুস মাতুব্বর (৪৫) নামে এক মৎস্যজীবꦿীর ঘেরে বিষ ঢেলে সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মাইজপাড়া গ্রামে 🍒এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে থানℱায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার 🧸কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মাতুব্বর দীর্ঘদিন যাবত ওই এলাকার বেশ কয়েকটি ঘেরে মাছ চাষ করে আসছেন। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার ভোরে তার একটি ঘেরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এতে করে বিভ♎িন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।
আ𒁏ব্দুল কুদ্দুস মাতুব্বর বলেন, “আমি অনেক কষ্টের টাকায় ঘেরে মাছ চাষ করেছিলাম। ꩵআমাকে শেষ করে দিল দূর্বৃত্তরা। আমি এখন কিভাবে বাঁচব।”
এ ব্যাপা꧅রে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাꦫ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”