🍨যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেল♛ার সদর ইউনিয়নের কামারবাড়ী ম♏োড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন 🗹ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসীম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা-পালিꦫশের একটি দল কাꦓমারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে ২০ বোতল মদ জব্দ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ব🍒িষয়টি নিশꦡ্চিত করে জানান, গ্রেপ্তারদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।