শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জাল ভোট দꦛিতে এসে এসএসসি পরীক্ষার্থীস🥂হ ২ জন আটক হয়েছেন।
শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বড় কান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভ🌜োটকেন্দ্র ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জাল ভোট দিতে এসে আটক হওয়া রাকিব মাদবর ডুবিসায়বর বন্দর গ্রামের রেজাউল মাদবরের ছেলে। সে এ বছর চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে। আটক হওয়া অপরজন হলেন রাম কৃষ্ণপুর গ্রামের মনির মাদবরের ছেলে শাওন মাদবর (২🌄৪)।
কে☂ন্দ্রটির প্রিসাইডিং অফিসার সূত্র🍃ে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে রামকৃষ্ণপুর গ্রামের শাওন মিয়া নামে একজন জাল ভোট দিতে এসে আটক হয়েছেন। তাকে আটক করার ১০ মিনিটের মধ্যে রাকিব মাদবর নামে আরও একজন একই অভিযোগে আটক হয়।
আটক হওয়ার বিষয়ে রাকিব মাদবরে🔥র কাছে জানতে চাওয়া হলে তিনি সংবাদ প্♐রকাশকে বলেন, “আমি এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছি। জাল ভোট দিতে আসার পর আমাকে আটক করেছে। আমার ভুল হয়েছে।”
আটক হওয়া অপরজন শাওন মꦜাদবর সংবাদ প্রকাশকে বলেন, “কাজীরহাট বন্দরের রিপন মাদবর আমাকে চশমা মার্কায় ভোট দিতে পাঠিয়েছেন। আমি ভোট দিতে আসার পর আমাকে আটক করেছে। আমি এই ওয়ার্ডের ভোটার🐽ও নই।”
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. আশরা⛦ফুজ্জামান সংবাদ প্রকাশকে বলেন, “জাল ভোট দিতে আসার অভিযোগ♓ে দুইজনকে আটক করে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি এসে দেখে গেছেন। আটকদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”