পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার পরও ইটভাটা স্থাপন করার দায়ে নাটোরে ৫টি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজ𝐆িস্টেট ফয়জুন্ন🐎েছা আক্তার ওই আদেশ দেন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে ওই অভিযান।
নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালꦆক সুকুমার সাহা জানান, অভিযানের অংশ হি﷽সাবে সদর উপজেলার সেনভাগ ঘোষপাড়ায় বিটিবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পন্ডিতগ্রাম এলাকায় স্থানীয় স্কুলের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা চারটি ইটভাটা সিএইচএন, এনকেসি, এসিএইচ ও আরবিআর-কে ৪ লাখ করে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটা স্থাপন ও নিয়ন্ত🐼্রণ আইন ২০১৩, সংশোধিত ২০১৯ এর আলোকে ওই জরিমানা করা হয় বলেও জানান তিনি।