• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেলায় দেড় ঘণ্টায় ১৬ মোবাইল চুরি, চোর আটক


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৯:১৩ পিএম
মেলায় দেড় ঘণ্টায় ১৬ মোবাইল চুরি, চোর আটক

কুষ্টিয়ার লালন মেলা থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় শরীফ হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব। এসময় তা𝕴র বিছানার নিচ থেকে ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। শনিবার (১৯ অক্টোবর) র‌্যাব-১২ মোবাইল উদ্ধার ও আটকের বিষয়টি জানিয়েছে।

আটক শরীফ হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর বাড়িপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে। সে একটি চোর চক্রের সদস্য। তাদের দলে পাঁচজন সদস্য আছেন। তারা দেশের বড় বড় জনসমജাগমে গিয়ে দামি মোবাইল চুরি করেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালন আখড়াবাড়🍎িতে শুরু হয় তিন দিনব্যাপী লালন মেলা। শুক্রবার (১৮ অক্টোবর) ছিল লালন মেলার দ্বিতীয় দিন। মেলায় বিকেল থেকে মানুষের💮 ঢল নামে। প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অনেকগুলো মোবাইল ফোন।

বিকেল ৩টার দিকে ঝিনাইদহ থেকে মেলায়♔ আসা আরমান আলী নামের এক যুবকের পকꦕেট থেকে মোবাইল চুরি হয়। ট্র্যাকিং করে আরমান তার চুরি হওয়া মোবাইল ফোনটি কুষ্টিয়া শহরের মজমপুর গেটের ডায়মন্ড হোটেলে আছে বলে জানতে পারেন। রাতে সেখানে পৌঁছে তিনি স্থানীয় লোকজন ও র্যাবের সহায়তায় শরীফের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।

এ সময় শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল কক্ষের বিছানার নিচ থে🎐কে আরও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টের পেয়ে শরীফের সঙ্গে থাকা তিন জন চ🎉োর কৌশলে পালিয়ে যায়। পরে র্যাব শরিফকে আটক করে নিয়ে যায়।

ডায়মন্ড হোটেলের পরিচালক উজ্জ্বল মোল্লা বলেন, “লালন মেলায় বেড়াতে এসেছেন জানিꩲয়ে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন হোটেল রুম ভাড়া নেন। শুক্রবার রাতে এক ব্যক্তি এসে দাবি করেন যে ‘লালন মেলা থেকে তার মোবাই𝓡ল ফোন হারিয়ে গেছে। ফোনটি যার কাছে, তিনি এই হোটেলের লোকশনে আছেন’। তখন হোটেল কর্তৃপক্ষ তাকে মোবাইল উদ্ধারে সহযোগিতা করে।”

উদ্ধার হওয়া মোবাইল ফোনের মালিক আরমান আলী বলেন, “ফোনে লোকেশন ট্র্যাকিং সিস্টেম চালু ছিল। 🐻এর সূত্র ধরেই ফোনটি ফিরে পেয়েছি।”

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, “শরীফরা একটি চক্রের মাধ্যমে কাজ করেন। দেশের যেখানেই জনসমাগম হয়, সেখানেই এই মোবাইল চোর চক্রের সদস্যরা যায়। দামি দামি ফোন চুর🧸ি করে। এই চক্রের এক সদস্য🥀কে আটক করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাত্র দেড় ঘণ্টায় চক্রটির সদস্যরা ১৬টি মোবাইল ফোন চুরি করেছিল।”

Link copied!