টঙ্গী তুরাগ নদের তীরে ৫৭তম বিশ্ব ইজতেমꦕা প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার (৪ ফেব্রু💙য়ারি)। এদিন সকাল ৯টা-১০টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
ইজতেমা উপলক্ষে মুসল্লিদের🦄 সেবায় বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। আখেরি মোনাজাতের দিন ময়মনসিংহ-টঙ্গী, ঢাকা-টঙ্গী ও টাঙ্গাইল-টঙ্গী, টঙ্গী-ঢাকা রুটে ১৪টি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। এছাড়া আন্তঃনগর সব ট্রেন টঙ্গীতে থামবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রাকিবু🐻র রহ♉মান।