• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বৃষ্টির পানি নিষ্কাশন দ্বন্দ্বে গুলিবিদ্ধ ১


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৭:০৩ পিএম
বৃষ্টির পানি নিষ্কাশন দ্বন্দ্বে গুলিবিদ্ধ ১

নাটোরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষে🦩র গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে রজব স🌠রদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপ♎ুরে লালপুরে উপজেলার নাগচোষা গ্রামে 𒊎এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রজব সরদার একই গ্রামের ফজর সরদারের ছেলে। আহতরা হলেন রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫)। তার✃া সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রজব ও সুমনের মধ্যে কথা কাটাকাটি হয়। হঠাৎ সুমন অস্ত্র বের করে রজবকে গুলি করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গ💜েলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা♒র জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, “পানি নামাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির𝕴 খোসা ও এক রাউন্ড গুলি জ♒ব্দ করেছে।” 

Link copied!