ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান🐼 চালিয়ে জুয়া খেলার দায়ে ১০ ব্যক্তিকে আটক করেছে 𓄧পুলিশ।
মঙ্গলবার (২০ সে🧸প্টেম্বর)🥂 আটক ব্যক্তিদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লঙ্কারচর গ্রামের ভোলা মাস্টারের কলাবাগানে জুয়া খেলার সময় গোহাইলবাড়ী গ্রামের বিপু🅺ল রায় (৩০), চরদৈত্বরকাঠি গ্রামের বিল্লাল শেখ (৪২🐬), লঙ্কারচর গ্রামের রাজিব মিয়া (২৯), মামুন বিশ্বাস (৩১), কুটিশ্বর কুমার মণ্ডল (৪০), পরিমল বাইনকে (৪৩) আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছে তাস ও ১ হ🌺াজার ৯০ টাকা পাওয়া যায়।
অপর দিকে একই দিন রাতে উপজেলা✃꧅র দাদপুর বাহিরদিয়া এলাকায় জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করে পুলিশ।
আটকরা🙈 হলেন দাদপুর চরপাড়া গ্রামের হুসাইন মোল্যা (৩০), হারুন শেখ (৫০), বাহিরদিয়া গ্রামের মাহাবুর মোল্যা (২৮) ও বিল্লাল মোল্যা (৩৪)। তাদের কাছ থেকে তাস ও ৬ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
আটকের ঘটন🗹ায় এসআই মো. মনিরুজ্জামান ও আরিফুল ইসলাম রানা বাদী হয়ে মা🌃মলা করেছেন।
বো🍸য়ালমারী থানারဣ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মঙ্গলবার আটকদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।