সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (🍬লামাগাঁও) এলাকার ফাটাবিলে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্🎀লাহ ইসহাক।
নিহতরা হলেন পুরান কালারুকার (লামাগাঁও) মৃত ছইদুল্লাহর ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও মꦑৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশাদ মিয়া (৪৫)।
আহতরা হলেন একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (🌳৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন চারজন। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে 🎀দুইজন মারা যান। আহত হন আরও দুইজন।
চেয়ারম্যান আরও জানান, আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের দাফন ময়নাꦉতদন্ত ছাড়াই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।