বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠির মধ্যে ভারতীয় হাই কমিশনের পক্ষ থ🐻েকে ত্রান 🅺বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ জুন ও ১ জুলাই) উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন রাজাই গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ত্রাণ তুলেদেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্য🏅ান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এর আগে ভারতীয় হাইকমিশ𒈔ন ঢাকা বাংলাদেশে প্রেরিত উপহার ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারী হাইকমিশনার মি. নীরাজ কুমার জাসওয়ালের উপস্থিতিতে হস্তান্তরিত ১২০ প্যাকেট ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। পরে রাজাই গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠি ও বন্যার্তদের মধ্যে সেগুলো🅺 বিতরণ করা হয়।
এসময় তাহিরপুর উপজেলꦓা আওয়ামী লীগের সদস্য মহিবুর রহমান চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, এনড্র সলমার, রমেশ জুয়েল সলমা💟র, মেরিনা দিব্রা, বর্ণিশ ডালভড, সুষমা জাম্বিল, সুধীর সাংমা, জন রবার্ট মারাক, দিপ্তী চিছাম, পরিস্কার বেগম, কুমিলা ম্রং, আবলুক সাংমা, বাতিলা দিও, তেংসুয়া রেমা, রূপালী আজীম, অমিতা হাদিম, কনিষ্টা দারিং, সুভাষ হাজং, আব্রাহাম সলমার প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, “বন্য🌸ার্তদের সহযোগিতার জন্য ভারতীয় হাই কমিশন ঢাকা ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী নীরাজ কুমার জাসওয়ালসহ সংশ্লিষ্ট সকলকে তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”