সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউ🎃নিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল নদীতে এ ঘটনা ঘটে।
তারা হলো সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম🦹 (৬)। তারা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়꧟ের শিক্ষার্থী ও ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া এবং নাহিদা সকালে কৃষ্ণনগর সরকারি প্রꦿাথমিক বিদ্যালয়ে যায়। ছুটি শেষে বাড়িতে ফিরে পাশের বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায় তারা। ঘটনার পর এলাকাবাসী নদী থেকে শিশু দুটির লাশ উদ্ধার🌼 করে।
🍷ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদ্বীন জানান, সুমাইয়া এবং নাহিদা যথাক্রমে👍 তার বিদ্যালয়ের দ্বিতীয় ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সকালে তারা 🌠বিদ্যালয়ে এসেছিল। ছুটি শেষে বাড়িতে যাওয়ার পর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা।