নালার পাশে বসে খেলা করার সময় পানিতে পড়ে 𒈔যায় দুই শিশু। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আড়াই বছরের আয়শাকে মৃত ঘোষণা করেন। দ্রুত চিকিৎসায় প্রাণে বেঁচে যায় দুই বছরের শিশু রিয়ান।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বাগেরহাটের শরণ👍খোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামে। নিহত আয়শা একই ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের তৌহিদ ফরাজী মেয়ে। বেঁচে যাওয়া রিয়ান পশ্চিম বানিয়াখারী গ্রামের সোহেল সিকদারের ছেলে। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আয়শা তার মায়ের সঙ্গে নানা সোহেল সিকদারের বাড়ি বেড়াতে যায়। বেলা ১২টার দিকে দুই শিশু বাড়ির একটি নালার পাশে খেলা করছিল। এসময় হঠাৎ তারা নালায় পড়ে তলিয়ে যায়। দূর থেকে ঘটনাটি রিয়ানের দাদি দেখে বাড়ির লোকদের ডেকেও এনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আয়শাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। দ্রুত চিকিৎসায় রিয়ান সুস্থ হয়ে ওঠ🐻ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলꦺাম জানান, হাসপাতালে আনার আগেই আয়শা মারা যায়। রিয়ান জীবিত থাকায় তাকে সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হলে সে বেঁচে যায়। বর্তমানে রিয়ান শঙ্কামুক্ত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশু মৃত্যু বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থꦺা নেওয়া হবে।