পাবনা সদর উপজেলার শাহারদিয়ায় খড়ি বোঝাই ট্রলির ধা✤ক্কায় সিএনজিচালিত অটোরিকশജা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৭ সেপ্ট⛄েম্বর) রাত একটার দিকে এ দুর্ঘটনার ঘটে।
ঘটনার পরপরই ট্রলির✅ চালক ইমামুল হক সোহাগ ও তার সহযোগী স্বপন হোসেনকে আটক এবং ট্রলিটি জব্দ ꦓকরা হয়েছে।
নিহত সিএনজি চালকের নাম শাহেদ মাহমুদ লিম🍨ন (২৫)। তিনি পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার মাহমুদ খোকনের ছেলে।
আহত তিন পুলিশ সদস্য হলেন হেমায়েতপুর পু🅺লিশ ফাঁড়ির এএসআই আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হো﷽সেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি অটোরিকশা রিকুইজিশন করে টহলে বের হন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত একটার দিকে পা🌳বনা সদরের কাশিপুর থেকে রূপপুর সড়কের শাহারদিয়ার নামক 🔥স্থানে খড়ি বোঝাই একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেদ মাহমুদ লিমনের মৃত্যু হয়।
আহতꦇ তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়।