মৌলভীবাজার🤪ের কুলাউড়ায় টিলা ধরে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবারꦜ (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের ইসলামবাদ গ্রামের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে সুম🔯ন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।
পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মো. সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতর ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢোকামাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃꦺত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিꦬত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভূষণ রায় বলেন, “টিলায় ওই শিশুরা পাখির বাচ্চা ধরতে যায়। এ সময় হঠাৎ করে টিলাটি ধসে পড়লে🐷 তারা সবাই চাপা পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।”