ভৈরবে বুধবার (২ জানুয়ারি) কৃষকদের মধ্যে ভুট্টা মাড়াই যন্ত্র ব🌳িতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ যন্ত্র বিতরণ করেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
কৃষি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়নে আর্থিক সহায়তায় উপজেলার গজারিয়া, কালিকাপ্রসাদ, শিমুলকান্দি ও শিবপর ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ডসহ ৭টি কৃষক গ্রুপের মধ্যে ৭টি ভুট্ট মাড়াই যন্ত্র বিতরণ কর𓄧া হয়।
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, চলতি বছর ভৈর✅বে ৩৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্ট মাড়াই যন্ত্র বিতরণের ফলে কৃষকরা স্বল্প খরচে, স্বল্প পরিশ্রমে ও স্বল্প সময়ে জমিতে ভুট্টা মাড়াই করতে পারবে। এতে এ অঞ্চলে ভুট্টার আবাদ আরও বাড়বে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্﷽মকর্তা আসফিয়া সুলতানাসহ অন্ಌযান্য কৃষি কর্মকর্তারা।