ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এবার ব্যাটিং সংকট কিছুটা কাটিয়ে উঠলেও বোলারদের বিপর্যয় এড়ানো যাচ্ছে🦹। তাদের ধৈর্যহারায় হতাশ প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা উইন্ডিজ বোল⭕ারদের ওপর চড়াও হয়ে খেললেও এরপর আর সুবিধা আদায় করতে পারেনি। কাইল মেয়ার্সের সেঞ্চুরির সুবাদে বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে তারা। দ্বিতীয় দিনশেষে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লিডও নিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটরা।
বোলারদের এমন ধৈর্যহীন আচরণ হতাশ করেছে🐼 বাংলাদেশের কোচ ডমিঙ্গোকে।
দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগার🧸 কোচ বলেন, “এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটে যেমন হয়, তেমনই। একটা সেশন ভালো যায় তো আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা ভালো বোলিং করে ওদের চাপে ফেলতে পারিনি আমরা। এটা প্রথম সেশনে পেরেছ💟িলাম। খুবই হতাশার সময়।”
𓆏ডমিঙ্গো আরও বলেন, “প্রথম সেশনে আমরা অসাধারণ বো🐈লিং করেছি। কিন্তু বিরতির পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু হালকা বলও হয়েছে। যথেষ্ট পরিমাণে ধৈর্য ছিল না। সুতরাং কিছু ভুল হয়েছে।”