• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল ২০২২

দিল্লির বিপক্ষে টস জিতে বোলিংয়ে কলকাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৩:৪১ পিএম
দিল্লির বিপক্ষে টস জিতে বোলিংয়ে কলকাতা
ছবি সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল🌃) ১৯তম ম্যাচে আজ মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাꦉ দল কলকাতা নাইট রাইডার্স ও টানা দুই ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালস। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 

রোববার (১০ এপ্রিল) মুম্বাইয়ের ব🦄্রাবোন স্টেডিয়ামে এই দুই দলের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টꦏায়। 

দক্ষিণ আ🃏ফ্রিকা সিরিজের কারণে আইপিএলের শুরু থেকে একাদশে ছিলেন না মোস্তাফিজ। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ইস্যুতে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি। পরের দুই ম্যাচে দলে ফিরে দারুণ বল করেও দলকে জয় উপহার দিতে পারেননি ফিজ। কিপটে বোলিংয়ে গুজরাটের বিপক্ষে ২৩ রানে নিয়েছিলে🤡ন ৩ উইকেট। আর শেষ ম্যাচে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

দিল্লি আগের ম্যাচের একাদশ থেকে মাত্র ১টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। আনরিখ নরকিয়াকে একাদশ থেকে ব🎐াদ দিয়ে খলিল আহমেদকে নিয়েছে তারা। অন্যদিকে কলকাতা তাদের জয়ের কম্বিনিশন ধরে রেখেছে।


দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ প𒅌ান্থ (অধিনায়পক/উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, সরফরাজ খান,༒ ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ : আজ✃িঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়পক), স্যাম বিলিংস (উইকেটকিপার), নিত♑ীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, রাশিখ সালাম ও বরুণ চক্রবর্তী। 

Link copied!