চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবি🎃লের তলানির দুই দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
সোমবার (৯ মে) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই দুই🐼 দলের🀅 খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
এই ম্যাচে কলকাতা তাদের একাদশে ৫টি পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শেলডন জ্যাকসন, প্🔯যাট কামিন্স ও বরুণ চক্রবর্তী।
অন্যদিকে মুম্বাইয়ের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়ে একাদশ থেকে ছিটকে গেছেন সুর্যকুমার যাদব। ꦦতার জায়গায় রমনদীপ সিংকে নিয়েছে তারা।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারি💞ন, শেলডন জ্যাকসন (উইকেটকিপার), টিম সাউদি, প্যাটকামিন্স ও বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: ইশান কিষ🌳াণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, রমনদীপসিং, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েলসামস, মুরুগান অশ্বিন, কুমার কার্তিকেয়া, জাসপ্রিত বুমরাহ ও রিলি মেꦰরেডিথ।