সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট পেতেই হতো বাংলাদেশকে। পয়েন্ট হারালে ব🧔িদায় একপ্রকার নিশ্চিত হয়ে ছিল। ম্যাচে দাপট দেখ🔯িয়ে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। সুমন রেজার পরিবর্তে প্রথম একাদশে ঢুকে পড়েছিলেন রাকিব হোসেন। প্রথম গোল হজমের পর সেই রাকিবের গোলেই সমতায় আসে লাল-সবুজের দল। তবে🅘 এখনই উচ্ছ🦩্বাসে গা ভাসাতে চান না তিনি।
রাকিব বলেন, "জাতীয় দলের🅘 জার্সিতে আগে গোল করেছি। তবে সাফ চ্যাম্পিয়নশিপে গোল ছিল না। সেটাও পেলাম। মালদ্বীপের বিপক্ষে আমার গোলেই ম্যাচে ফেরার পর খুব ভালো লেগেছে। গোল পাওয়ার পর ম্যাচ জিতেছඣি এ কারণে আরও ভালো লাগছে।"
তিনি আরও বলেন,♕ "জয়ের পর আনন্দ 🔯তো থাকবেই। তবে এ ম্যাচ জিতেই আমরা আনন্দে ভাসতে চাই না। সামনে ভুটানের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওই ম্যাচটা আমরা জিততে চাই।"