• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার ফুটবল বিশ্বকাপ

কোস্টারিকার বিশ্বকাপ দলে জায়গা পেলেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৬:৩৮ পিএম
কোস্টারিকার বিশ্বকাপ দলে জায়গা পেলেন যারা

কাতার বিশ্বকাপে♛র জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কোস্টারিকা। বুধবার (৯ নভেম্বর) আমেরিকা দ্বিতীয় মহাদেশ থেকে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো তা🅰রা।

কোস্টারিকা অধিনায়ক ব্রায়ান রুইজ কাতারে তার তৃতীয় বিশ্বকাপ খেলতে যা﷽চ্ছেন। এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপেও কোস্টারিকার অধিনায়কত্ব করেছেন তিনি।

এছাড়া গোলরক্ষক কাইলর নাভাস🌠েরও কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করতে নাভাসের উপর অনেকটাই নির্ভর করবে কোস্টারিকা।

কাতার বিশ্বকাপে কোস্টারিকা দলঃ 

গোলরক্ষক: 

কাইꦏলর নাভাস (পিএসজি), এস্তেবান আলভারাদো (হেরেদিয়ানো), প্যাট্রিক সিকুইরা (ক্লাব দেপোর্তিভো লুগো)।

ডিফেন্ডার: 

ফ্রান্সিসকো ক্যালভো (কনিয়াস্পোর), হুয়ান পাবলো ভার্গাস (মিলোনারিওস), কেন্ডাল ওয়াস্টন (সাপ্রিসা), অস্কার ডুয়ার্তে (আল-ওয়েহদা), ড্যানিয়েল চ্যাকন (কলোরাডো র‌্যাপিডস), কেশার ফুলার (হেরেডিয়ানো), কার্লোস মার্টিনেজ (সান কার্লোস), ব্রায়ান। ওভিড🐲ো (রিয়েল সল্ট লেক), রোনাল্ড মাতাররিটা (সিনসিনাটি)।

মিডফিল্ডার: 

ইয়েলতসিন তেজেদা (হেরেডিয়ানো), সেলসো বোর্হেস (আলাজুয়েলেন্স), ইউস্টিন সালাস (সাপ্রিসা), রোয়ান উইলসন (গ্রেসিয়া), গেরসন টরেস (হেরেডিয়ানো), ডগলাস লোপেজ (হেরেডিয়ানো), জেউইসন বেনেট (সান্ড🌜ারল্♔যান্ড), আলভারো জামোরা (সাপ্রিসা), অ্যান্টনি হার্নান্দেজ (পুন্টারেনাস), ব্র্যান্ডন আগুইলেরা (নটিংহাম ফরেস্ট), ব্রায়ান রুইজ (আলাজুয়েলেন্স)।

Link copied!