মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোꦦয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। সবকিছু ঠিক থাকলে বুধবার♎ রাতেই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে সাকিব-শান্ত-মোস্তাফিজরা।
আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জু🐎ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বিশ্♕বকাপ খেলতে যাওয়ার🐈 আগে প্রধান নির্বাচক জানিয়েছেন চাওয়া-পাওয়ার কথা।
সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় দলের কাছে প্রত্যাশা আছে। আমরা যে🌠ন পಞ্রথম রাউন্ড পার করে পরের রাউন্ডে যেতে পারি। দ্বিতীয় রাউন্ডে গেলে সেখান থেকে আরও একটা প্রচেষ্টা থাকবে পরের রাউন্ডে যাওয়ার.. প্রত্যাশা থাকবে।’
দক্ষিণ আফ্রিকাকে হারানোর প্রশ্নে লিপু বলেন, ‘প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে। আমি বলব দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) দুটো𒆙 দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। এটা খুব চাপের ম্যাচ হবে। সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো ম্যাচে জেতার খুব সম্ভাবনা দেখছি।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না, এটা না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। ওদের ক্রিকেটাররা দলগতভাবে বা সিঙ্গেলভাবে অনেকꦉ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে। হয় তাদেরকে বিলো পারফর্ম বা আমাদের ওভারপারফর্ম করে ওদেরꩲ হারাতে হবে।’