• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টস হেরেছি বলেই আমরা সৌভাগ্যবান, বললেন প্রোটিয়া অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০১:২৮ পিএম
টস হেরেছি বলেই আমরা সৌভাগ্যবান, বললেন প্রোটিয়া অধিনায়ক
ম্যাচ শেষে দুই অধিনায়ক রশিদ খান ও এইদেন মার্করামের শুভেচ্ছা বিনিময়। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। এতদিন পর্যন্ত দলকে সেমি পর্যন্ত তুলেছিলেন প্রোটিয়া অধিনায়করা, কিন্তু সেখানে এসেই খেই হারিয়ে ফেলেছিলেন তারা। এবি ডি ভিলিয়ার্স হোক বা গ্রেইম স্মিথ, কখনই সেমির গণ্ডি পার করতে পারেননি বিশ্বকাপে। তবে কুইন্টন ডি কক, এইদেন মার🐻্করামরা সেই অসাধ্য কাজই করে দেখিয়েছেন।

আফগানিস্তানকে ছিটকে দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ৮টি ম্যাচেই টানা জিতে ফাইনালে 💛প্রবেশ করেছে প্রোটিয়🌳ারা। প্রথম সেমিফাইনালে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে রশিদ খান, মুহম্মদ নবিদের বিরুদ্ধে।

ম্যাচের পর অবশ্য নিজেদের ভাগ্যকেই ধন্যবাদ দিলেন🦩 প্রোটিয়া অধিনায়ক ও ক্রিকেটাররা। কারণ আফগানদের মতো একই ভুল তারাও করতেন, যদি টস জিততেন।

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। এক্ষেত্রে বোলিং পিচ হওয়ায় প♛রে ব্যাট করার ঝুঁকি নিতে চ🍌াননি তিনি।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইদেন মার্করাম ম্যাচ শেষে বলেছেন,  ‘একা অধিনায়ক কখনও দলকে এমন জায়গায় আনতে পারে না। গোটা দলই নিজেদের সেরাটা দিয়েছে ব𓃲লে এই জায়গায় আমরা আসতে পেরেছি। আমরা সৌভাগ্যবান যে টসটা হেরেছি, কারণ টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। তবে আমাদের বোলাররা ঠিক সময় ঠিক কাজটা করেছে বল হাতে।’

তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে কিছুটা ভাগ্য আমাদের সহায় থেকেছে। অনেকগুলো কঠিন ম্যাচও সামান্য ব্যবধানে জিতে গেছি। ফাইনাল খেলার সুযোগ এর আগে আমরা কখনও পাইনি, তাই এই সুযোগ কাজে লাগাতে চাই।এই জ🐼য় আমাদের কাছে অত্যন্ত স্পেশাল।দলে বহু ভালো মানের ক্রিকেটার রয়েছে, যারা ঠিক সময় জ্বলে উঠেছে বলেই এই পারফরমেন্স এসেছে।’

 

Link copied!