কাতার বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস কোচ লুই ফন হাল। দলটির স্কোয়াডে জায়গা পেয়েছেন ভার্জিল ফন ডাইক, নাথান আকের মতো তারকারা। ইনজুরিতে থাকলেও শেষ পর্যন্ত সংশয় কাটিয়ে দল𒆙েജ আছেন মেম্ফিস ডিপাই।
কাতারে নেদারল্যান্ডসের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকবেন ১৯ বছর বয়সী ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স। ক্লাব পিএসভির হয়ে ইতিমধ্যেই ১৩ ম্যাচে ৮ গোল করে নজর কেড়েছেন তিনি।ꦓ দলে জায়গা পাননি অভিজ্ঞ কাসপার সিলেসেন।
২১ নভেম্বর সেনেগালের বিপক্ষে ম📖্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচ ইকুয়েডর ও কাতারের বিপক্ষে। ম্যাচ দুইটি আয়োজিত হবে ২৫ ও ২৯ নভেম্বর।
নেদারল্যান্ডস স্কোয়াড
গোলরক্ষক- জাস্টিন বাইলো (ফ্রেইনউড),ꦰ আন্দ্রিয়েস নোপার্ট (হেরেনভেন), রেমকো পাসভের (আয়াক্স)।
ডিফেন্ডার- নাথান আকꦏে (ম্যানচেস্টার সিটি), ডিলেই ব্লিন্ড (আয়াক্স), ভার্জিল ফন ডাইক (লಌিভারপুল), ডেনজেল ডামফ্রাইস (ইন্টার মিলান), জেরেমি ফ্রিমপং (বায়ার লেভারকুসেন), মাথিউস ডি লিট (বায়ার্ন মিউনিখ), টাইরেল মালাসিয়া (ম্যানচেস্টার সিটি), জুরিয়েন টিম্বার (আয়াক্স), স্টেফান ডে ভিজ (ইন্টার মিলান)।
মিডফিল্ডার- স্টিভেন বেরঘ꧂ুইস (আয়াক্স), ফ্র্যাঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা), ড্যাভি ক্লাসেন (আয়াক্স), টেউন কুপমেইনার্স (আটলান্টা), মার্টেন ডি রুন (আটলান্টা), জাভি সিমন্স (পি𒅌এসভি আন্দেইভেন), কেনেথ টেইলর (আয়াক্স)।
ফরোয়ার্ড- স্টিভেন বারউইন (আয়াক্স), মেম্ফিস ডিপাই (বার্সেলোনা), কডি গাকপো (পিএসভি), ভিনসেন্ট জানসেন (অ্যান্টরꦜ্যাপ), লুক ডি ইয়ং (পিএসভি), নোয়া🎃হ ল্যাঙ (ক্লাব ব্রুগে), ওয়ট ওয়েহ্রোস্ট (বেসিকতাস)।