একই অবস্থা পর পর দুই বার। আশা দেখিয়ে আশাহত করেছেন তিনি। ২০২০ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে হেরেছে ইংল্যান্ড। ২০২২ সালের ফুটবল বিশ🦂্বকাপে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে ফ্রান্সের কাছে। এবার ইউরো ফাইনালেও তীরে এসে তরী ডুবেছে। স্পেনের কাছে হেরে আরও একবার ব্যর্থ হয়েই বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। বার বার হারের পরে কি তবে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট? তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
সাউথগেট সরাসরি পদত্যাগের✱ কথা মুখে আনেননি। কিন্তু ফাইনাল শেষে সাংবাদিকদের স▨ামনে তার কথা অন্য ইঙ্গিত দিয়েছে। সাউথগেট বলেন, ‘আমার মনে হয় অভিজ্ঞতার দিক থেকে ইংল্যান্ড এখন ভাল জায়গায় আছে। দলের বেশির ভাগ ফুটবলার তরুণ হলেও সর্বোচ্চ মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে ওদের। পরের বিশ্বকাপ, এমনকি, পরের ইউরো কাপেও এই দলের অনেক ফুটবলার থাকবে। ইংল্যান্ডের ভবিষ্যৎ ভাল। কিন্তু এই মুহূর্তে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই।’
কথা বলতে গিয়ে দলকে ‘ইংল্যান্ড’ বলে উল্লেখ করেছেন সাউথগেট। এরআগে যখন দলকে নিয়ে কথা বলতেন, তখন ‘আমরা’ বলতেন। তা হলে কি ন𒈔িজেকে আর দলের কেউ ভাবছেন না তিনি? নইলে কেন এভাবে বললেন।
চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে💧 সাউথগেটের। ততদিন কি থাকবেন তিনি? নাকি তার আগেই সরে যাবেন? সাউথগেটের রক্ষণাত্মক পরিকল্পনার সমালোচনা হয়েছে এবারের প্রতিযোগিতায়। ভাল ফুটবলার থাকার পরেও দল কেন এত নেতিবাচক ফুটবল খেলেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি ইউরোর পরই নতুন কোচের হাতে দলকে তুলে দিতে চাইছেন সাউথগেট? ফাইনালে হেরে তিনি য꧑া বললেন তাতে কিন্তু সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।