পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি☂তে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের প্রথম জয়।
এদিন ৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে 𓂃নেমে ৬.৩ ওভারে জয় তুলে নেন দুই ওপেনার জাকির হোসেন ও সাদ꧋মান ইসলাম। জাকির ১৫* রানে ও সাদমান ৯* রানে অপরাজিত থাকেন।
এর🔯 আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে কোনো ইনিংস যা তাদের সর্বনিম্ন স্কোর।
মূলত, পাকিস্তানের দ্বিতীয় ইংনিংসের পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কারণ বাংলাদেশের সামনে লক্ষ্য 🍷ছিল মাত্র ৩০ রান। হাতে ১০ উইকেট, দিনের ওভার বাকি ছিল ৫২.১। ফলে বাংলাদেশের জয় ছিল সময়েജর ব্যাপার।
টস জিতে বোলিং নিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিဣস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে নিয়ে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ করেছিল ৫৬৫ রান। তাতে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।
পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের বিপক্ষে টেস্টে জিতল বাংলাদেশ। বাক🎶ি থাকল শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটি সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।