• ঢাকা
  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মানসিক অবসাদেই থর্প নিজেকে শেষ করেন, জানালেন স্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৪:৪৩ পিএম
মানসিক অবসাদেই থর্প নিজেকে শেষ করেন, জানালেন স্ত্রী
থর্পের সঙ্গে স্ত্রী ও এক কন্যা। ছবি: সংগৃহীত

মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। ৫ আগস্ট তার মৃত্যুর খবর পাওয়া গেলেও কী কারণে💙 তার মৃত্যু হয়েছে, তা তখন জানা যায়নি। জানা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়নি থর্পের। আত্মঘাতী হয়েছেন। এই কথা জানিয়েছেন থর্পের স্ত্রী আমান্ডা।

স্ত্রী আমান্ডা ছাড়া কিট্টি ও এমা নামের দুই কন্যা রয়েছে থর্পের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘থর্প আমাদের খুব ভালবাসত। আমরাও ওকে খুব ভালবাসতাম। তারপরও মানসিক অবসাদে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ও। থর্পের🐟 মনে হত, ও না থাকলে আমাদের জীবন আরও ভাল হবে। তাই ও নিজেই নিজেকে শেষ করে দিল।’

আমান্ডা বলেন, ‘ক্রিকেটজীবনে থর্✤প মানসিকভাবে খুব শক্তিশালী ছিল। কিন্তু খেলা ছাড়ার পর হতাশা গ্রাস করল ওকে। গত কয়েক বছর ধরে হতাশা ওকে শেষ করে দিচ্ছিল। ২০২২ সালের মে মাস🧸েও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প। কিন্তু পারেনি। তার পর দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিল। আমরা ওকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম। মাঝে ও সুস্থও হয়েছিল। কিন্তু কোনও কিছুই কাজে দিল না। ও চলে গেল।’

১৯৯৩ সালে ইংল্যꦺান্ডের জাতীয় দলে অভিষেক থর্পের। প্রথমে এক দিনের দলে꧒ অভিষেক। সেই বছরই টেস্ট দলে খেলেন। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁ হাতি ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলে থর্প করেছেন ৬৭৪৪ রান। ৮২টি ওয়ানডে খেলে ২৩৮০ রান করেছেন। ৩৪১টি প⛎্রথম শ্রেণির ম্যাচ খেলে থর্প ২১,৯৩৭ রান করেছেন।

ইংল্যান্ডের ক্রিকেটে তার 𒀰অবদানের জন্য ২০০৬ সালে তাকে ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্🐟য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়া হয়।

Link copied!