শ্রীলঙ্কা দলের যেনো পিছুই ছাড়ছে না ইনজুরি। লঙ্কানদের বিশ্বকাপ স্কোয়াডে আবারও ইনজুরির হানা। এবার বাঁ ঊরুর চোটে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। তার বদলি হিসেবে শ্রীলঙ্কা শিবিরে নেওয়া হয়েছে আরেক পেসার দুষ্মন্ত চামিরাকে। পুনেতে সোমবার (৩০ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্ক𝄹া। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় চোটে পড়েন কুমারা।
এবারের বিশ্বকাপ স্কোয়াড থেকে ইনজুরির কারণে ছিটকে যাওয়া শ্রীলঙ্কান দলের তৃতীয় ক্রিকেಞটার কুমারা। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার চোটে দলে ঢুকেছিলেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। এরপর মাতিশা পাতিরানার চো🎃টে দলে সুযোগ পেয়েছিলেন সাকেব অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
চামিরা দীর্ঘদিন ধরে চোটের🐭 কারণে দল থেকে বা𝄹ইরে ছিলেন। তাই তাকে বিশ্বকাপ স্কোয়াডে না রেখে দল ঘোষণা করে শ্রীলঙ্কা। তবে চামিরার চোট উন্নতি করায় তাকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছিল লঙ্কান দলে। সেখান থেকে তিনি এবার দলে ঢুকে পড়লেন।
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে কুমারা ছিলেন দুর্দান্ত ছন্দে। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূ⛎র্ণ ৩ উইকেট শিকার করেছিলেন কুমারা। জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও বেন স্টোকসকে ফিরিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। তার পরিবর্তে চামিরা সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে চামিরা এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪৪ ম🏅্যাচ, উইকেট পেয়েছেন ৫০টি।
💛ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কা ৫ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে। তিন ম্যাচ হারা শ্রীলঙ্কা সবশেষে নেদারল্যান্ডস ও𒁃 ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রেসে টিকে আছে।