• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গার্দিওলার চোখে দানব ও দানবের বাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১০:৪২ এএম
গার্দিওলার চোখে দানব ও দানবের বাবা
মেসি, গার্দিওলা ও রোনালদো। ছবি: সংগৃহীত

সেই ২০০৮ থেকে এরপর ২০১৭ সাল পর্যন্ত ব্যালন ডি’অর জয়ের তালিকায় হয় লিওনেল মেসি, না হয় ক্রিশ্চিয়াಌনো রোনালদোর নাম দেখা গেছে। এবারই প্রথম ৩০♏ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না এই দুই ফুটবল তারকা ।

কিন্তু মেসি-রোনালদোকে ছাড়া যে ব্যালন ডি’অর আলোচনা করা প্রায় অসম্ভব, সেটা আর𒊎ও একবার বুঝিয়ে দিলেন পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার ইতিহাসে মঙ্গলবার প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জেতেন রদ্রি। শুধু তা-𝓀ই নয়, ১৯৬০ সালের পর সোনালী ট্রফির ছোঁয়া পাওয়া প্রথম স্প্যানিশ খেলোয়াড়ও তিনি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, রোনালদোকে দানব ও মেসি🧔কে দানবের বাবা হিসেবে উল্লেখ করেন গার্দিওলা।

সংবাদ সম্মেলনে সিটি কোচ বলেন, ‘শেষ দশকে স্প্যানিশ ফুটবল একটি পার্থক্য গড়ে দিয়েছে- তারা বিশ্বকাপ ও ইউরো জিতেছে, কিন্তু তাদের ক🌳োনো ফুটবলার এই পুরস্কারটি জিততে পারেনি𒉰।’

তিনি বলেন, ‘আমার মনে আছে, একবার লা মাসিয়া (বার্সা একাডেমি) থেকে তিনজন খেলোয়াড় মনোনীত হয়েছিল। জাভি এবং ইনিয়েস্তা জিততে পারেনি সেটা কারণ মেসি এক🔥জন দানব। কেউ তাকে হারাতে পারেনি শ♛ুধুমাত্র রোনালদো ছাড়া। রোনালদো একজন দানব এবং মেসি দানবের বাবা।’

অনেকেই মনে করেন রদ্রির চেয়ে ব্যালন ডি’অরের যোꦜগ্য দাবিদার ভিনিসিয়ুস জুনিয়র। তেমনটা হলে খুব একটা মন খারাপ হতো না গার্দিওলার।

তিনি বলেন, ‘ভিনিসিয়ুসের পাওয়া উচিত? হয়তো। এটি সাংবাদিক দ্বারা (নির্ব🎶াচিত), কোনো এলিট গ্রুপ (অভিজাত গ্রুপ) এই সিদ্ধান্ত নেয় না। শুধুমাত্র একটি দেশ নয়, সারা বিশ্বের মানুষ এটাতে ভোট দেয়। এখানে ভিন্ন মতামত আছে এবং এ൲টাই কি ফুটবলকে সুন্দর করে তোলে না?’

Link copied!